মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এমপিওভুক্তি অথবা জাতীয়করণ চান শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

দেশের ৩১৫টি বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স উঠিয়ে দেওয়া হবে- এমন খবর পেয়ে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা। বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। শিক্ষকদের দাবি, অনার্স-মাস্টার্স উঠিয়ে দেওয়ার আগে এমপিও অথবা জাতীয়করণ দিতে হবে। মানববন্ধনে শিক্ষকরা বলেন, ১৯৯৩ সালে উচ্চশিক্ষার সম্প্রসারণ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতে ও স্থানীয়ভাবে পড়ালেখার স্বার্থ বিবেচনায় দেশের বিভিন্ন বেসরকারি ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে প্রথম অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয়। বৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে দীর্ঘ ২৮ বছরেও এমপিওভুক্ত করা হয়নি। এ সমস্যা সমাধান প্রত্যাশায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হলে কোনো লাভ হয়নি।

এ সময় আয়োজক পরিষদের সভাপতি মো. ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মিল্টন ম লসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর