বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বরিশাল পুলিশে বদলি আতঙ্ক

প্রয়োজনে চাকরি ছাড়ব তবু বরিশাল ছাড়ব না

রাহাত খান, বরিশাল

বরিশাল পুলিশে বদলি আতঙ্ক

বরিশাল মেট্রোপলিটন পুলিশে গণবদলি শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে যারা ঘুরেফিরে বরিশালে চাকরি করছেন কিংবা বরিশাল জেলা ও মহানগরীতে বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন সেসব পুলিশ সদস্যের বরিশাল থেকে অন্যান্য জেলায় বদলি করা হচ্ছে। সম্প্রতি এক আসামি নির্যাতন করে হত্যায় অভিযুক্ত নগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে একই এলাকায় (রূপাতলী) বাড়ি করে স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এই গণবদলি শুরু হয়েছে। তবে এই বদলি প্রক্রিয়াকে স্বাভাবিক বলছেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। গত ২৯ ডিসেম্বর নগরীর সাগরদী এলাকা থেকে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে আটক করে গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন ধরে নিয়ে যায়। আটকের পরপরই তাকে নির্যাতন করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ২ জানুয়ারি দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রেজাউল করিমের মৃত্যু হয়। এই মামলার প্রধান আসামি গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন নগরীর রূপাতলী শেরেবাংলা সড়কের পাশে বহুতল ভবন নির্মাণ করে নিজ পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার ও মানুষের সঙ্গে দুর্ব্যবহার, মাদক দিয়ে ফাঁসানো এবং বিরোধীয় জমি দখলের অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দারা। এসব খবর ভাবিয়ে তোলে মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে। এর পরপরই যারা দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটনে চাকরি করছেন, যাদের বাড়ি বরিশাল জেলা এবং মহানগরে এমন পুলিশ সদস্যদের বদলি শুরু করে কর্তৃপক্ষ। ৩ ক্যাটাগরিতে অভিযুক্ত নগরীর ৪ থানা, গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখা, আদালতে এবং অন্যান্য শাখায় নিযুক্ত পুলিশ সদস্যদের তালিকা করে তাদের বদলির জন্য সদর দফতরে প্রস্তাব প্রেরণ করে মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। এ পর্যন্ত কয়েক দফায় কনস্টেবল থেকে উপ-পরিদর্শক পর্যায়ের প্রায় ১০০ সদস্যকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করা হয়েছে। বদলির তালিকায় আরও কয়েক শ সদস্য অপেক্ষমাণ রয়েছেন বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। এতে কনস্টেবল থেকে উপ-পরিদর্শক পর্যায়ের সদস্যদের মাঝে বিরাজ করছে বদলি আতঙ্ক। তবে জানুয়ারির প্রথম ১২ দিনে কতজন সদস্যকে মেট্রোপলিটন থেকে বদলি করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানাতে চাননি মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) আবু সালেহ মো. রায়হান। সদ্য বরিশাল মেট্রো থেকে ঢাকা, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন রেঞ্জে বদলি হওয়া পুলিশ সদস্যরা জানান, অপরাধ করল একজনে (মহিউদ্দিন), আর বলি হলেন তারা। নাম না প্রকাশের শর্তে তারা বলেন, যিনি অপরাধ করেছেন তার শাস্তি হোক সেটা তারাও চান। কিন্তু হঠাৎ করে কেন এতজন সদস্যকে বদলি করা হচ্ছে। জানুয়ারি মাসে বদলি করায় সন্তানদের স্কুলে ভর্তিসহ নানা বিড়ম্বনায় পড়ার কথা বলেন তারা। আরেক সদস্য বলেন, ২৭ বছর চাকরি করেছেন। বরিশাল তার মায়ের মতো। প্রয়োজনে চাকরি ছেড়ে দেবেন, তবুও বরিশাল ছেড়ে বদলি স্থানে যাবেন না। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, পুলিশে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। অন্যান্য যে কোনো সময়ের তুলনায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেশি বদলি করা হয়। সেভাবেই এবারও বদলি কার্যক্রম চলমান রয়েছে। এই বদলি প্রক্রিয়ার সঙ্গে এসআই মহিউদ্দিন প্রসঙ্গের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর