বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেষশয্যায় সাংবাদিক মিজানুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক

শেষশয্যায় সাংবাদিক মিজানুর রহমান খান

বিশিষ্ট সাংবাদিক, প্রথম আলোর যুগ্মসম্পাদক মিজানুর রহমান খানের তৃতীয় নামাজে জানাজা গতকাল জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় -বাংলাদেশ প্রতিদিন

বিশিষ্ট সাংবাদিক, প্রথম আলোর যুগ্মসম্পাদক মিজানুর রহমান খানকে গতকাল বেলা সোয়া ২টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সে জানাজায় সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও সাংবাদিকরা অংশ নেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে মিজানুর রহমান খানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে মিজানুর রহমান খানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মিজানুর রহমান খানের লাশ নেওয়া হয় কারওয়ান বাজারে তাঁর কর্মস্থল প্রথম আলো কার্যালয়ের সামনে। সেখানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ সহকর্মীরা এ বরেণ্য সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান শ্রদ্ধা জ্ঞাপনকালে বলেন, মিজানুর রহমান খান প্রথম আলোর সঙ্গে ১৫ বছর ধরে ছিলেন। প্রথম আলোর সেরা সাংবাদিকদের একজন ছিলেন তিনি। দেশের বর্তমান সময়ে অন্যতম সেরা সাংবাদিক। তিনি সারা সময় সাংবাদিকতা নিয়ে থাকতেন। তাঁর অনুপস্থিতি প্রথম আলোর জন্য বেদনাদায়ক, দুঃখজনক। তাঁর অভাব পূরণ করা সম্ভব নয়। মতিউর রহমান বলেন, অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও আমরা তাঁদের পাশে থাকব। এ সময় প্রয়াত মিজানুর রহমান খানের বড় ছেলে ও দুই ভাই উপস্থিত ছিলেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান খান মারা যান।

 তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর