বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টঙ্গীতে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৪

অস্ত্রসহ দুই ডাকাত আটক

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন কামারপাড়া এলাকায় গতকাল ভোরে জামালপুরগামী উত্তরা পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় যাত্রীবেশী ডাকতদের ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন সৌদি প্রবাসী মো. চাঁন মিয়া (৪৫), তার ছোট ভাই সুরুজ্জামান (৩৫), শহিদুল ইসলাম (৩০) ও মো. সোলাইমান (২৫)। ঘটনার সঙ্গে জড়িত  ডাকাতদলের দুই সদস্য টঙ্গীর শিলমুন এলাকার মোস্তফা কামালের ছেলে শাওন (২৮) ও মরকুন এলাকার নাহিদ মোল্লার ছেলে সিয়ামকে (২২) আটক ও  ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস, একটি সুইচ গিয়ার ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ডাকাতি মামলা হয়েছে।

আহত সোলাইমান জানান, গতকাল ভোরে তার সৌদি প্রবাসী ভাই চাঁন মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে গ্রামের বাড়ি জামালপুর যাওয়ার উদ্দেশে উত্তরা পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় যাত্রীবেশে একদল ডাকাতও ওই বাসে ওঠে। বাসটি টঙ্গী বাটা কারখানার সামনে পৌঁছলে ডাকাত দলের এক সদস্য তাদের কাছ থেকে বাসভাড়া চায়, পরে তারা ব্যাগ থেকে  টাকা বের করার সময় কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দলের অন্য সদস্যরা চারপাশ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ হাজার সৌদি রিয়াল, দুটি মোবাইল সেট, এক ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা লুটে নেয়। এ সময় চাঁন মিয়া ও তার স্বজনদের চিৎকার শুনে ডিউটিরত টঙ্গী পশ্চিম থানার এসআই সোহরাব ওই বাসের পিছু নেন এবং বাসটি আটক করে দুই ডাকাতসহ একটি সুইচ গিয়ার ও দুটি মোবাইল ফোন জব্দ করেন। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, ডাকাতির কাজে ব্যবহৃত বাসসহ সরঞ্জামি জব্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর