বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য খুলনায়

ছুরিকাঘাতে পুলিশ সোর্সের মৃত্যু, ডিবির এএসআই আহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন এলাকাভিত্তিক গ্রুপ তৈরি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে তরুণ-যুবকরা। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠছে চক্রের সদস্যরা। মঙ্গলবার রাতে খুলনার লবণচরা বান্দাবাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের সোর্স শফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ সময় মহানগর ডিবির সহকারী উপপুলিশ পরিদর্শক ইমরান আলী সরদার আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহানগর ডিবির টিম লবণচরা বান্দাবাজার এলাকায় ইয়াবা ব্যবসায়ী চক্রকে আটক করতে গেলে তারা পাল্টা হামলা চালায়।  জানা যায়, হামলার সময় ধারালো গুপ্তি দিয়ে শফিকুল ইসলামের বুকে ও পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বুকে পেটে তিনটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। গতকাল এ হত্যাকা-ের ঘটনায় লবণচরা থানায় মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, নগরীর শেখপাড়া খলিল চেম্বার মোড়, শেখপাড়া পুরাতন রেশন গলি, মহিরবাড়ী খালপাড়, বান্দাবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীরা গ্রুপ ভিত্তিক মাদক ব্যবসা করছে। মাঝে মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, মাদক বিক্রেতাদের গ্রেফতারের পর পুলিশি প্রতিবেদনে অনেক ফাঁকফোকর রাখা হয়, যে কারণে সহজেই তারা মুক্তি পেয়ে যায়।

এতে অভিযানে বিক্রেতাদের কেউ ধরা পড়লেও জামিনে বের হয়ে ফের পুরনো পেশায় ফিরে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর