বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা চায় সংসদীয় কমিটি

করোনাভাইরাসের টিকা বিতরণ ও প্রদানে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় সংসদীয় কমিটি। এজন্য সরকারের নিয়ন্ত্রণ ও নিবিড় ব্যবস্থাপনায় ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার’ তৈরি টিকা সব জেলা সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নির্ধারিত অগ্রাধিকারের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে নির্বিঘেœ পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে মহিলাদের সারভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  বর্জ্য নিষ্কাশন প্ল্যান্ট দ্রুত পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।  সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, রওশন আরা মান্নান, আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর