বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চসিকে চলছে খাল পরিষ্কার অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খাল ও নালা-নর্দমা পরিষ্কার অভিযান চলছে। গতকাল দুপুরেও নগরীর ওয়ার সিমেট্রির পাশের খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে সামাজিক যোগাযোগমাধ্যমে অবহিত করার পর তিনি খাল পরিষ্কারের নির্দেশ দেন। জানা যায়, দীর্ঘদিন ধরে এই খালে কোনো পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করা হয়নি। ফলে এখানে প্লাস্টিক, পলিথিনসহ গৃহস্থালী বর্জ্য জমে যায়। এ বর্জ্য মশার উর্বর প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। এ কারণে চসিক প্রশাসক খালটি পরিষ্কার করার নির্দেশ দেন। চসিকের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসককে বিভিন্ন খাল ও নালা-নর্দমায় আবর্জনা জমে থাকার ব্যাপারে সরাসরি অভিযোগ দিয়ে থাকেন। প্রশাসক এসব অভিযোগ দেখে আমাদের পরিষ্কার করার নির্দেশনা দেন। ইতিমধ্যে একাধিক খালের আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর