বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নির্বাচনে কোনো অনিয়ম হচ্ছে না : সিইসি

সাভার (ঢাকা) প্রতিনিধি

নির্বাচনে কোনো অনিয়ম হচ্ছে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে কোথাও কোনো অনিয়ম হচ্ছে না। তবে বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো দেশের সাধারণ নির্বাচনে যে দল হেরে যায়, তারা অনিয়ম কারচুপির অভিযোগ তোলে। এখানেও সেটা তোলা হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন সামনে রেখে গতকাল দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি ‘নির্বাচনের ব্যাপারে আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে’ উল্লেখ করে বলেন, আমেরিকায় নির্বাচন হয়, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়, সেসব নির্বাচন থেকে আমাদের অনেক শেখার বিষয় আছে। আমরা প্রতিনিয়ত নতুন  শিক্ষা গ্রহণ করি।  তবে আমেরিকার আমাদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। কারণ আমরা ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট নিয়ে চার ও পাঁচ মিনিটের মধ্যে ভোট গণনা করতে পারি এবং ১০ মিনিটেই কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে পারি। কিন্তু আমেরিকা সেটি পারে না। এ জিনিস যুক্তরাষ্ট্রে নেই। তাদের এ বিষয়ে আমাদের কাছ থেকে শেখা দরকার। যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিষয়ে আমি সব সময় বলি, এটা দেখতে হবে গ্লোবালি, কাজ করতে হবে লোকালি। তিনি পৌর নির্বাচন সম্পর্কে বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভায় নির্বাচন কমিশন সচিব আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর