বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

লে. জেনারেল হলেন আকবর হোসেন

সেনাবাহিনীর নতুন সিজিএস আতাউল হাকিম

নিজস্ব প্রতিবেদক

লে. জেনারেল হলেন আকবর হোসেন

লে. জে. মো. আকবর হোসেন, লে. জে. আতাউল হাকিম সারওয়ার হাসান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল হয়েছে। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মো. আকবর হোসেনকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এনডিসির নতুন কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। মঙ্গলবার এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি হয়।

মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া আকবর হোসেন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও সফলতার স্বাক্ষর রাখেন। আতাউল হাকিম সারওয়ার হাসান সদর দফতর ১০ পদাতিক ডিভিশনের জিওসি, সদর দফতর লজিস্টিকস এরিয়া কমান্ডার ও সদর দফতর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য হিসেবেও প্রায় নয় মাস দায়িত্ব পালন করেন। সিজিএস হিসেবে তিনি কয়েক দিন আগে অবসরে যাওয়া শফিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর