বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রচারণায় প্রার্থীরা

নগরের সন্তান হিসেবে সেবার দায়িত্ব নিতে চাই : রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের সন্তান হিসেবে সেবার দায়িত্ব নিতে চাই : রেজাউল করিম

চট্টগ্রাম সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সপ্তম দিনে গতকাল নগরীর বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়াপাড়া, খাজা রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি আসন্ন সিটি নির্বাচনে নৌকা প্রতীকে এলাকাবাসীর কাছে ভোট প্রত্যাশা করে বলেন, আপনাদের সন্তান হিসেবে নগরের সেবার দায়িত্ব নিতে চাই। চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী সবাই একটি পরিবার। সিটি করপোরেশন এই পরিবারের সেবামূলক কাজ করে। এর আগে মেয়র প্রার্থী রেজাউল করিম চট্টগ্রাম উত্তর  জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ ছালামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর আমিন জুটমিল ও নাসিরাবাদ ওয়ার্ডে গণসংযোগ করেন।

এদিকে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা আলী আজগর বাবু?লের (সরদার) জানাজা শেষে  রেজাউল করিম চৌধুরী গতকাল বিকালে সরকারি কমার্স কলেজ গেটের সামনে বলেন, খুনি যেই হোক শাস্তি পেতে হবে। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী মানে সমাজের শত্রু, দেশের শত্রু। যথাযথ আইনের আওতায় এনে বাবুলের খুনিদের বিচার করতে হবে।

সর্বশেষ খবর