বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
গণসংযোগে ডা. শাহাদাত

বন্দরে স্থানীয় চাকরি কোটা চালু করা হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরে স্থানীয় চাকরি কোটা চালু করা হবে

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রাম বন্দরে চাকরির জন্য ‘স্থানীয় কোটা’ চালুর উদ্যোগ গ্রহণ করার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল নগরীর ৩৬ নম্বর গোসাইডাঙা এবং ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। গণসংযোগকালে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠাকালে এবং সম্প্রসারণের সময় স্থানীয় লোকজনের জমি অধিগ্রহণ করা হয়েছিল। অনেকের ফসলি জমি ছাড়তে হয়েছে। এতে করে স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ বন্দরে স্থানীয় সুশিক্ষিত লোকের জন্য কোনো কোটা নেই। নির্বাচনে বিজয়ী হলে বন্দরে স্থানীয় কোটা চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। গতকাল নগরীর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বারিক বিল্ডিং মোড়  থেকে গণসংযোগ শুরু করেন ডা. শাহাদাত হোসেন। এরপর বিভিন্ন স্থানে পথসভায় মিলিত হয়। ডা. শাহাদাত বলেন, ‘নগরীর বন্দর ও ইপিজেড এলাকায় বিপুলসংখ্যক গার্মেন্ট শ্রমিক বসবাস করে। তাদের মধ্যে ৬০ শতাংশ ভাড়াটিয়া। নিম্ন আয়ের এই শ্রমিকদের যাতায়াত এবং আবাসন সংকট রয়েছে।

পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থাসহ আবাসন সংকট নিরসন করে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করব।

সর্বশেষ খবর