বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সৎমাকে গলা কেটে হত্যা শেষে ছেলের আত্মসমর্পণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে সৎমাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। পরে তিনি থানায় আত্মসমর্পণ করেন। মঙ্গলবার রাতে ভুলতা ইউনিয়নের লাভরাপাড়ায় পারিবারিক কলহের জেরে সেলিনা আক্তার (৪০) নামে মানসিক প্রতিবন্ধী সৎমাকে ছেলে আমির হোসেন গলা কেটে হত্যা করেন। গতকাল সকালে ছেলে থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লাভরাপাড়ার নুরু মিয়ার আগের সংসারের ছোট ছেলে আমির হোসেনের স্ত্রী বীথি আক্তারের সঙ্গে সৎমা সেলিনা আক্তারের প্রায়ই বাগবিত-া হতো। সেই ধারাবাহিকতায় সোমবার বীথি আক্তার সৎ শাশুড়ির সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে রাগ করে বাবার বাড়ি চলে যান। মঙ্গলবার রাতে বাবা ও সৎমার সঙ্গে আমির হোসেনের এসব নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেলিনা আক্তার ধারালো ছুরি নিয়ে ছেলের দিকে তেড়ে আসেন। আমির ছুরিটি কেড়ে নিয়ে সৎমাকে গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় আমির হোসেন পলাতক ছিলেন। গতকাল সকালে বীরদর্পে রূপগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আমির হোসেন হত্যাকা-ের কথা স্বীকার করেছেন। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর