বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৫০ হাজার টন গম কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

৫০ হাজার টন গম আমদানিসহ পাঁচটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৬০৭ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল এ ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল পরে ব্রিফ করেন। তিনি জানান, সভায় আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ‘মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ গম সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৩৮ কোটি ৬১ লাখ টাকা। তিনি জানান, বৈঠকে ভারতের ‘নুমালীগড় রিফাইনারি লিমিটেড’ থেকে জি-টু জি ভিত্তিতে চলতি ২০২১ সালের পঞ্জিকা বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য ৩০ হাজার মেট্রিক টন ডিজেল ১০৭ কোটি ৭২ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এ ডিজেল আমদানি করবে। প্রিমিয়ামসহ এতে আনুমানিক ব্যয় হবে ১০৭  কোটি ৭২ লাখ টাকা। মোস্তফা কামাল জানান, বৈঠকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক ‘পল্লী জনপদ নির্মাণ’ প্রকল্পের ৩টি সাইটের (রংপুর, বগুড়া ও গোপালগঞ্জ) পূর্ত কাজের দরপ্রস্তাবের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ত কাজটি করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ৬০ লাখ টাকা। সচিবালয়ে ২০ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পের ডব্লিউ-২ (এ) লটের পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি করবে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ‘বঙ্গ বিল্ডার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ১৯৩ কোটি ৭৬ লাখ টাকা।  বৈঠকে ‘ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজ (এনএইচডি)’ প্রকল্পে (তৃতীয় সংশোধিত) পরামর্শক সেবার ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত ব্যয় হবে ১৩ কোটি ৩ লাখ টাকা। যৌথভাবে তিনটি প্রতিষ্ঠান এ কাজে পরামর্শক হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ভারতের ‘জেরন ইন্ডিয়া লিমিটেড আইওই (বাংলাদেশ) লিমিটেড’ ও জার্মানির ‘টপ ইমেজ সিস্টেম’।

তিনি জানান, এ ছাড়া ক্রয় কমিটির বৈঠকে আগে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় একটি প্রস্তাব নীতিগত অনুমোদন  দেওয়া হয়েছে। এটি হচ্ছে- গ্রিসের এথেন্সে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  সেন্টেনিয়াল স্কুল’ স্থাপনে অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিএ ২০০৬-এর ৬৮(১) এবং পিপিআর ২০০৮-এর বিধি ৭৬ (২) থেকে অব্যাহতি এবং গ্রিসের স্থানীয় আইন অনুসরণের অনুমোদন দেওয়া হয়েছে। প্রবাসীকল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ স্কুলটি স্থাপন করবে।

সর্বশেষ খবর