বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিট কয়েন প্রতারণা চক্রের রায়হান গ্রেফতার

কণ্ঠ নকল করে চাঁদা দাবি, আটক ২

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বিট কয়েন প্রতারণা চক্রের মূল হোতা রায়হান হোসেন ওরফে রায়হানকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর একটি টিম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর দক্ষিণপাড়ার আতর আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাব বলছে, আসামির ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে গত মাসে ৩৫ হাজার ইউএস ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানে তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ২২টি সিমকার্ড, ২৫ ইউএস ডলারসহ ১ হাজার ২৭৫ টাকা, একটি কম্পিউটার, তিনটি মোবাইল ফোন সেট, তিনটি ভুয়া চালান বই, একটি ট্রেড লাইসেন্স, একটি টিন সার্টিফিকেট, একটি রেকর্ডিং মাই?োফোন, একটি ক্যামেরা, একটি রাউটার, একটি হেডফোন, একটি মডেম, বিভিন্ন ব্যাংকের চারটি চেকবই উদ্ধার করা হয়। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, অনলাইনে নিষিদ্ধ বিট কয়েন (ভার্চুয়াল মুদ্রা) কেনাবেচা ও প্রতারণার মাস্টারমাইন্ড গ্রেফতার রায়হান সম্প্রতি ১ কোটি ৭ লাখ টাকা মূল্যের ওডি গাড়ি কিনেছেন। মাত্র এক মাসে তার অ্যাকাউন্টে ৩৫ লাখ ইউএস ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার একটি ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। রায়হানের প্রতারণার শিকার বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ২০০৬ সালে কম্পিউটারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন রায়হান। ২০১১ সাল থেকে ওয়েব ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব চ্যানেল ইত্যাদি পরিচালনা করে আসছেন। এদিকে একজন আওয়ামী লীগ নেতার কণ্ঠ নকল করে অর্ধকোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আসলাম নাজির ওরফে আসলামুল হক আসলাম এবং রাজিবুল ইসলাম রিয়াজ। পুলিশ বলছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের কণ্ঠ নকল করে মোবাইল ফোনে একজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়। তারাই আবার চাঁদা দাবির অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে রিয়াজের কাছেও চাঁদা দাবি করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম গতকাল এসব তথ্য দিয়ে জানান, ৯ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেন রিয়াজ উদ্দিন রিয়াজ। পরে মঙ্গলবার রাতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে তাদের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।  তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতার ব্যক্তিরা ভুয়া অডিও তৈরির বিষয়টি স্বীকার করেছে। ভুয়া অডিও ক্লিপটি তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ তাদের নিজস্ব ওয়েব পোর্টালে প্রচার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার এবং দুটি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর