শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দিল্লিতে ২৭ জানুয়ারি বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব বৈঠক

নয়াদিল্লি প্রতিনিধি

‘ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের তিন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে এই প্রথম অংশগ্রহণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিন্ন আত্মত্যাগের স্বীকৃতি।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে অনুষ্ঠেয় কুচকাওয়াজে অংশ নিতে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সেনা, নৌ ও বিমান বাহিনীর ১২২ জন জওয়ান দিল্লি পৌঁছেছেন। ২৭-২৯ জানুয়ারি ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব স্তরের বৈঠকের পরই যৌথভাবে মুক্তিযুদ্ধ ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালনের বিশদ কর্মসূচি চূড়ান্তে হবে বলে জানা গেছে। মুখপাত্র বলেন, ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ভার্চুয়াল শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল উভয় দেশ যৌথভাবে মুক্তিযুদ্ধের ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে পালন করবে।

এ অনুষ্ঠান ভারত, বাংলাদেশ ও তৃতীয় দেশে পালিত হবে। শিগগিরই এ অনুষ্ঠানসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কেবল পূর্ব সীমান্ত দিয়েই নয়, পশ্চিম সীমান্তেও ভারতের ওপর আক্রমণ চালায়। ভারতের সেনাবাহিনী পাকিস্তানের হামলা পর্যুদস্ত করে। তাই ভারত সরকারও এ বছর পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের ৫০ বছর উদ্যাপন করছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৭ জানুয়ারি তিন দিনের জন্য ভারতে আসছেন। তিনি মূলত ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বার্ষিক পররাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শ কমিটির বৈঠকে যোগ দিতেই আসছেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ওই বৈঠকে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে বাংলাদেশকে কভিড ভ্যাকসিন সহযোগিতার বিষয় ছাড়াও দ্বিপক্ষীয় যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তখন তিনি প্রধানমন্ত্রী মোদির ২৬ মার্চ ঢাকা সফরের বাংলাদেশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দিতে পারেন। আপাতত প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরসূচি এক দিনের জন্যই রাখা হয়েছে।

এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে এক সাইকেল র‌্যালির আয়োজন করেছে। এটি ভারতের সীমান্তবর্তী এলাকা হয়ে ঢাকায় পৌঁছাবে ওই দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর