শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাভারের সেই সেতুর সংস্কার কাজ শুরু

সাভার প্রতিনিধি

সাভারের সেই সেতুর সংস্কার কাজ শুরু

সাভারে সালেহপুর সেতুতে ফাটলের কারণে দ্বিতীয় দিনের মতো একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় এখনো ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট আর দিনভর ভোগান্তিতে ছিল যাত্রীরা। এক লেনে যান চলাচল করায় কয়েক কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় যানজটের। এ অবস্থায় পায়ে হেঁটে গন্তব্যে ফিরেছেন অনেকে। শুক্রবার বিকাল ৪টা থেকে সংস্কারের কাজ শুরু করা হয়েছে।  সংস্কার কাজ পরিদর্শনে এসে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধাক প্রকৌশলী আতাউর রহমান বলেন, ইতিমধ্যে সেতুটির বয়স ৭০ বছরের বেশি হয়েছে। সেতুটির গার্ডারে (ভিম) সামান্য ক্রেক পড়েছে। সেতুটির যেন কোনো ক্ষতি না হয় সে জন্য আমরা আপতত যানবাহন বন্ধ রেখেছি। আমাদের বিশেষজ্ঞ টিম সেতুটি পরিদর্শন করেছে। বর্তমানে সেতুটি যে অবস্থায় রয়েছে আমরা তা সংস্কার করে পুনরায় যানবাহন চলাচলের মতো ব্যবস্থা করতে পারব। কত দিনের মধ্যে সেতুটি সচল হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে আমরা সংস্কার কাজ শেষ করতে পারব। ডেনমার্কের বিশেষজ্ঞ দল সেতুটির সংস্কার কাজ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর