শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রংপুরে আলু চাষিরা মড়ক রোগের পূর্বাভাস পাচ্ছেন না

দুই বছর বন্ধ খুদে বার্তা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কয়েক দিনের শৈত্যপ্রবাহে রংপুরের আলু খেতে মড়ক রোগ (লেট ব্লাইট) আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুই বছর আগে এ অঞ্চলে জিইও পটেটো প্রজেক্টের আওতায় কৃষি বিভাগের মোবাইল ফোনের মাধ্যমে আলুর মড়ক রোগ সম্পর্কে আগাম বার্তা দেওয়া হতো। আগাম বার্তায় আলুচাষিদের পূর্বাভাস দিয়ে আলুর মড়ক (লেট ব্লাইট) রোগ প্রতিরোধ করা হতো। কিন্তু দুই বছর থেকে আলুচাষিরা খুদে বার্তায় আগাম কোনো সতর্কবার্তা পাচ্ছেন না। ফলে আলুচাষিরা চিন্তিত হয়ে পড়েছেন। তবে কৃষি বিভাগ বলছে, আগাম বার্তা দেওয়ার প্রজেক্ট শেষ হয়ে যাওয়ায় এটি আপাতত বন্ধ রয়েছে। তবে বেসরকারি পর্যায়ে একটি প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জিও ডাটা বিশ্লেষণ করে রোগটির প্রাদুর্ভাবের আগেই কৃষককে আগাম তথ্য প্রদান করা হতো। এতে কৃষক আলুর মড়ক প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিয়ে ফসল রক্ষা করত। নেদারল্যান্ডের বিখ্যাত ওয়াগেনিংগন বিশ্ববিদ্যালয়ের প্লান্ট রিসার্চ ইন্টারন্যাশনালের সহায়তায় এটি করা হতো। ফোনের একটি নির্দিষ্ট নম্বরে কল করে রেজিস্ট্রেশন সম্পন্ন করত আলুচাষিরা। আবহাওয়ার পূর্বাভাস অনুয়ায়ী করণীয় সম্পর্কীয় তথ্য বাংলায় লিখিত খুদেবার্তা বা কণ্ঠবার্তা পেতেন আলুচাষিরা। ২০১৮-১৯ সালে চাষিরা এই আগাম বার্তা পেয়েছেন। কিন্তু দুই বছর থেকে আলুচাষিরা খেত রক্ষায় আগাম কোনো বার্তা পাচ্ছেন না। পীরগাছা উপজেলার কল্যানি ইউনিয়নের আলুচাষি বুলবুল মিয়া ২ একর জমিতে আলুর চাষ করেছেন। গত বছর মোবাইল ফোনের মাধ্যমে আগাম বার্তা পেয়ে প্রতিষেধক দিয়ে মড়ক রোগ থেকে খেত রক্ষা করেছেন। তিনি আশপাশের কয়েকজন প্রতিবেশীকে পরামর্শ দিয়েছেন। কিন্তু তিনি দুই বছর থেকে কোনো বার্তা তারা পাচ্ছেন না।

 এ বছর রংপুর অঞ্চলে ৯৭ হাজার ৩৫ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৯৫ শতাংশ বেশি। কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি ঢাকার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আবু সায়েম জানান, জিইও পটেটো প্রজেক্টের মাধ্যমে আলুচাষিদের মড়ক রোগ সম্পর্কে আগাম বার্তা দেওয়ার প্রজেক্ট বর্তমানে বন্ধ রয়েছে। তবে বেসরকারিভাবে একটি প্রতিষ্ঠান আলুর রোগ সম্পর্কে আগাম বার্তা দিচ্ছেন। বেসরকারি প্রতিষ্ঠান এম পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজের পরিচালক (কৃষি)  মুসফিকুর রহমান বলেন, আমরা আলুচাষিদের রোগ সম্পর্কে আগাম বার্তা দিচ্ছি। এ পর্যন্ত ২ হাজারের মতো চাষি রেজিস্ট্রেশন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর