শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নির্বাচনে সন্ত্রাস হচ্ছে হত্যাকান্ড ঘটছে

-জিয়াউদ্দিন বাবলু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, হত্যাকান্ড ঘটছে। গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনে হত্যাযজ্ঞ মেনে নেওয়া যায় না। নির্বাচনে সন্ত্রাস রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। করোনায় আক্রান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সুস্থতা কামনায় গতকাল পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে।

সরকার নারী-ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করেছে কিন্তু ধর্ষণ কমেনি। আমরা চাই আইনের শাসন নিশ্চিত হোক। তিনি বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। দেশের মানুষের টাকা যারা বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব। এ সময় তিনি জি এম কাদেরের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া প্রার্থনা করেন। জি এম কাদেরের সুস্থতা কামনায় গতকাল সকাল থেকেই কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হয়। বিকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি কারি হাবিবুল্লাহ বেলালী। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের চেয়ারম্যানের করোনামুক্তির জন্য শ্যামপুরে দোয়া ও প্রার্থনার আয়োজন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর