শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিল্পকলায় স্বপ্নদলের ‘হরগজ’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় স্বপ্নদলের ‘হরগজ’

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গতকাল মঞ্চস্থ হরগজ নাটকের একটি দৃশ্য -বাংলাদেশ প্রতিদিন

নাট্যাচার্য সেলিম আল দীনের দুদিনের স্মরণোৎসবের শেষ দিন গতকাল ‘হরগজ’ নাটক মঞ্চায়ন করেছে নাট্য সংগঠন স্বপ্নদল। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় এই নাটকটি। অনেক বছর আগে মানিকগঞ্জের হরগজে প্রলয়ঙ্করি টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন রচিত ‘হরগজ’ নাটকটির নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যকর্মীরা।

গ্যালারি কায়ার প্রদর্শনী ‘সাইন ইন’: সমকালীন সাত শিল্পীর চিত্রকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হলো ‘সাইন ইন’ শিরোনামের যৌথ প্রদর্শনী। সাতজন শিল্পীর ৬১টি চিত্রকর্ম নিয়ে গতকাল সন্ধ্যায় শুরু হয় এই প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন- আব্দুল্লাহ আল বশীর, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, আজহারুল ইসলাম চঞ্চল, কামালুদ্দীন, নগরবাসী বর্মণ এবং শাহানুর মামুন। ৫ ফেব্রুয়ারি শেষ হবে এই প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর