রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বসুরহাটের ভোটাররা বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন : কাদের

নিজস্ব প্রতিবেদক

বসুরহাটের ভোটাররা বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা। সেখানে বিএনপির প্রার্থীও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে দলীয় প্রার্থীর কথা অনুধাবন করার আহ্বান জানান তিনি। গতকাল তাঁর সরকারি বাসভবন থেকে পৌরসভা নির্বাচন-পরবর্তী তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বসুরহাটে যে নির্বাচন হয়েছে এমন নির্বাচনই চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনকে অনেকেই স্বচ্ছতার জন্য ‘বসুরহাট মডেল’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসব আমেজে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে তার জবাব দিয়েছে। ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণ ইতিমধ্যে অভ্যস্ত হয়ে উঠলেও বিএনপির মানসিকতা এখনো অ্যানালগ রয়ে গেছে। তাই তারা এ পদ্ধতির বিরোধিতা করে।

দেশের নির্বাচনব্যবস্থা প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস অবিরাম চালিয়ে যাচ্ছে বিএনপি তা আর হালে পানি পাচ্ছে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ এখন আর বিএনপি নেতাদের মিথ্যাচারে বিশ্বাস করে না। মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, কোথায় কে কী বলল সেটা বিষয় নয়, আওয়ামী লীগ একটি সুসংগঠিত রাজনৈতিক দল। আমরা আদর্শের রাজনীতি করি। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝে রাজনীতি করে আওয়ামী লীগ। তাই পরিবারের কে কোথায় কী বলল, সেটা বিষয় নয়। প্রত্যেকের ব্যক্তিগত অপিনিয়ন থাকতে পারে। অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার সুযোগ রয়েছে আওয়ামী পরিবারে, আবার গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য শাস্তির বিধানও যথাযথভাবে কার্যকর হয়, যা বিএনপির রাজনৈতিক চর্চায় নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর