রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভোটের ফলে আগ্রহ নেই মানুষের, ধারণা নৌকা পেলেই জয়ী : জাপা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, ইলেকট্রনিক (ইভিএম) ভোটের প্রতি মানুষের আস্থা নেই। ভোটের ফল নিয়েও মানুষ এখন আর আগ্রহ দেখান না। কারণ, জনগণের ধারণা-নৌকা প্রতীক পেলেই জয়ী। দু-একটি এলাকায় ভিন্ন প্রতীকে জয় পেলে মানুষ আশ্চর্য হন। গতকাল পুরান ঢাকার আমলীগোলায় দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাজী মিলন বলেন, ‘ভোটের সময় কেন্দ্র প্রায় শূন্য দেখা যায়। তাছাড়া একটি ভোট দিতে প্রায় ২০ মিনিট সময় লাগছে। অথচ ফলাফল ঘোষণায় দেখা যায় অনেক ভোটের পার্থক্য নিয়ে ক্ষমতাসীনরা জয়ী হচ্ছেন। এত ভোট কাস্টিং হয় কীভাবে? তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের পর যে ফলাফল ঘোষণা করেন তার গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপা নেতা শাখাওয়াত হোসেন মকবুল, মোক্তার হোসেন, ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন আহমেদ, সাবের হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর