মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগের দ্বন্দ্বের সুবিধা নেবে বিএনপি!

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের দ্বন্দ্বের সুযোগ নিবে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীরা। প্রায় প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকার বিষয়টাকে বিশেষ সুবিধা হিসেবে ভাবছে বিএনপির কাউন্সিলর প্রার্থীরা। এ বিশেষ সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের হিসাব কষছেন তারা। মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীদের বিজয়ের সমীকরণ অনেক সহজ হবে। সুষ্ঠ নির্বাচন হলে প্রতিটি ওয়ার্ডেই বিএনপির কাউন্সিলর প্রার্থীরা বিজয়ী হবেন।’ খোঁজ নিয়ে জানা গেছে, চসিকের ৪১নং ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী নুরুল আবছারের বিপরীতে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ছাড়াও আরও তিন আওয়ামী লীগ নেতা নির্বাচন করছেন। ফলে এবার নির্বাচনী নিশ্চিত জয় এক প্রকার হুমকির মুখে পড়েছে ওই ওয়ার্ডের টানা তিন বারের নির্বাচিত কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরীর। নির্বাচনে শঙ্কার নিয়ে সালেহ আহমদ চৌধুরী বলেন- ‘এবারও বিজয় এক প্রকার নিশ্চিত ছিল। কিন্তু দলের আরও তিন প্রার্থী নির্বাচন করায় জয় কঠিন হয়ে পড়েছে। দলের নেতাদের আচরণে মনে হচ্ছে তারা নিজের জয়ের চেয়ে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে চাইছেন।’ জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১টি ওয়ার্ডের মধ্যে ৪০টি’তে (এক ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন) প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭২ জন কাউন্সিলর প্রার্থী।

যার মধ্যে ৪০ ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর বিপরীতে একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। স্থগিত হওয়া নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর প্রায় ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত এবং বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সংঘাতের ঘটনা ঘটেছে। দুই কাউন্সিলর প্রার্থীর গোলাগুলিতে আজগর আলী বাবুল নামে আওয়ামী লীগের এক কর্মী নিহতও হয়েছেন। এমন কী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর গণসংযোগে আওয়ামী লীগ সমর্থিত এবং বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। চসিক নির্বাচনে আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীর বিরোধকে ঘিরে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন বুনছে বিএনপি সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। ৪০টি ওয়ার্ড এবং ১৪ সংরক্ষিত ওয়ার্ডে একক প্রার্থী দিয়েছে বিএনপি। তাই দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটিতে নির্বাচনকে ঘিরে বিভক্ত নেই বললেই চলে। তাই আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগের বিরোধকে ঘিরেই বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর