মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জেএসসির সনদ পেতে ফরম পূরণ করতে হবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ পেতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে শিক্ষার্থীদের। তবে, ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারীর কারণে জেএসসি পরীক্ষা না নিয়ে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে শিক্ষার্থীদের। অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। সনদ পেতে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা আগামী ২১ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে তার ইআইআইএন এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ইলেকট্রনিক ফরম পূরণ করতে হবে। এ জন্য শিক্ষা বোর্ডকেও কোনো ফি দিতে হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর