মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কোয়ারেন্টাইনে ৯৯ প্রবাসী বের হলেন ১১৫ জন

সিলেট বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করে হোটেল থেকে গতকাল বাসা-বাড়িতে ফিরেছেন ১১৫ যুক্তরাজ্য ফেরত প্রবাসী। একই দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন যুক্তরাজ্য থেকে আসা ৯৯ জন প্রবাসী। তবে নতুন নিয়ম অনুযায়ী ১৪ দিনের পরিবর্তে চার দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে কোয়ারেন্টাইনের ছাড়পত্র পাওয়ার পর প্রবাসীদের মুখে ছিল খুশির ঝিলিক। হোটেলে ‘রুমবন্দী’ কোয়ারেন্টাইন শেষে গতকাল তারা আত্মীয়স্বজনদের সঙ্গে ফিরেছেন নিজ নিজ গন্তব্যে।  চলতি মাসের প্রথম দিন থেকে যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘোষণার পর যুক্তরাজ্য থেকে সিলেটে প্রথম ফ্লাইট আসে ৪ জানুয়ারি। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে ৪৭ জন যাত্রী আসেন। যাদের মধ্যে ৪১ জনই ছিলেন সিলেটের। ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় সিলেট নগরীর বিভিন্ন হোটেলে। পুরো ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করে গতকাল তারা বাড়ি ফিরেছেন। এরপর ৭ জানুয়ারি যুক্তরাজ্য থেকে আসা ৩৪ জন যাত্রীর ২৮ জনই ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন জেলার। তাদেরকেও কোয়ারেন্টাইনের জন্য নেওয়া হয় হোটেলে। ১১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ৬২ জন যাত্রী। তাদের মধ্যে সিলেটের ছিলেন ৪৫ জন। কোয়ারেন্টাইনের জন্য তাদেরকেও থাকতে হয় হোটেলে। কোয়ারেন্টাইন সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৪ জানুয়ারি যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের সঙ্গে ৭ ও ১১ জানুয়ারির ফ্লাইটের যাত্রীদেরও গতকাল কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ৭ ও ১১ জানুয়ারির যাত্রীদের যথাক্রমে ১১ ও ৭ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।

তবে ১৪ জানুয়ারি আসা যাত্রীদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, গতকাল সকাল পৌনে ১২টার দিকে যুক্তরাজ্য থেকে ১৩২ জন যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট অবতরণ করে। এই যাত্রীদের মধ্যে সিলেটের ছিলেন ৯৯ জন। ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে এই ৯৯ প্রবাসীকে কোয়ারেন্টাইনের জন্য নিয়ে যাওয়া হয় হোটেলে। বাকিদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর