মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
বরগুনার রিফাত হত্যা মামলা

হাই কোর্টে সেই তিন কিশোর আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দন্ডিত তিন কিশোরকে জামিন দিয়েছে হাই কোর্ট। পাঁচ বছরের দন্ডপ্রাপ্ত তিনজনের আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন দেয়। এই আদালতের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী বলেন, রিফাত শরীফ হত্যা মামলায় শিশু আইনের বিচারে পাঁচ বছর দন্ডপ্রাপ্ত তিনজন আপিল করে। তাদের আপিলটি শুনানির জন্য গ্রহণ করে দুই সপ্তাহ আগে একজন এবং গত সপ্তাহে দুজনকে জামিন দিয়েছে আদালত। গত বছরের ২৭ অক্টোবর বরগুনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের মধ্যে ছয়জনকে ১০ বছরের কারাদন্ড, চারজনকে পাঁচ বছর এবং একজনকে তিন বছরের কারাদন্ড ও বাকি তিনজনকে বেকসুর খালাস দেন।

 এর মধ্যে পাঁচ বছর সাজাপ্রাপ্ত তিনজনকে জামিন দেয় হাই কোর্ট।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে নয়ন বন্ডের নেতৃত্বে গড়া কিশোর গ্যাং ‘বন্ড গ্রুপ’। পরে রিফাতের মৃত্যু হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে একই বছরের ২ জুলাই মামলার প্রধান আসামি নয়ন বন্ড কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। ওই বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। গত বছরের ৩০ সেপ্টেম্বর এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। আর বাকি চারজন বেকসুর খালাস পান। দন্ডিতরা পরে হাই কোর্টে আপিল করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর