মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনায় হাসানুল হক ইনু হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী, তথ্যমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু করোনা পজিটিভ। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে কোনো জটিলতা নেই। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। জাসদ সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনুর গানম্যান করোনা পজিটিভ হলে তিনি ১২ জানুয়ারি জাতীয় সংসদের কভিড বুথে টেস্ট করান। টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হওয়ার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় টেস্ট করান। সেখানে ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করার পরামর্শ দেন। তিনি বাসায় আইসোলেশনে থেকে ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।

ইনু বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক ডা. আলী হোসেন ও অধ্যাপক ডা. খায়ের মর্তুজা তার চিকিৎসা সমন্বয় করছেন। সিটি স্ক্যানসহ কভিড সম্পর্কিত রিপোর্টে তার কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি। চিকিৎসকগণ তাকে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক চিকিৎসা প্রদান করছেন। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর