মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যের গাড়িচালক মালেককে জেলগেটে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

নিয়োগ বাণিজ্য করে বিপুল অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেককে কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল আবদুল মালেককে কেরানীগঞ্জের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। আবদুল মালেকের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। মালেককে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম। গত বছরের ২০ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র দেখিয়ে ভয়ভীতি, চাঁদাবাজি, জালনোটের ব্যবসাসহ বিভিন্ন অপরাধে তুরাগ থানার কামারপাড়ার বাসা থেকে স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেককে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার জাল টাকা ও একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

 মালেককে গ্রেফতারের পর দুদক জানায়, আগে থেকেই স্বাস্থ্য অধিদফতরের সীমাহীন দুর্নীতি ও অনিয়মে জড়িত অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। তাদের মধ্যে গাড়িচালক মালেকও রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর