মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভ্যাট আইন সংস্কার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ভ্যাট আইন সংস্কারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন সিরামিক ব্যবসায়ীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে- উৎপাদন ও আমদানি পর্যায়ে সব প্রকার ভ্যাট সমন্বয় করা। খুচরা বিক্রয় পর্যায়ে প্যাকেজ ভ্যাট সুবিধা চালুকরণ। ভ্যাট আইনের জটিলতার অবসান করা। হয়রানিমুক্ত পরিবেশে ব্যবসায়ের ধরন অনুযায়ী ভ্যাট হার নির্ধারণ করা। ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান বন্ধসহ জব্দকৃত নথি ফেরতেরও দাবি করেছেন সিরামিক ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর হাতিরপুলের নাছির ট্রেড সেন্টারের সামনে ‘ভ্যাট আগ্রাসন প্রতিরোধ ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি করেন তারা। ফোরামের আহ্বায়ক এম ইউ গোলাম রসুলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেনসহ সিরামিক ব্যবসায়ীরা।

 মানববন্ধনে বক্তারা বলেন, ভ্যাট বিভাগের অবিবেচনাপ্রসূত হস্তক্ষেপ, দাম্ভিক আচরণের প্রতিবাদ জানাতে ব্যবসায়ীরা একত্রিত হয়েছি। আমরা এ ধরনের পদক্ষেপের নিন্দা জানাই, এর প্রতিকার চেয়ে বিগত বছরগুলোতে বহুবার ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো ফল পাইনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর