বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রতিশ্রুতির ফুলঝুরি কাউন্সিলর প্রার্থীদের

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

প্রতিশ্রুতির ফুলঝুরি কাউন্সিলর প্রার্থীদের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ঘিরে ভোটারদের ‘দরজায় কড়া নাড়ছেন’ কাউন্সিলর প্রার্থীরা। নগরের ৪১ সাধারণ ও ১৪ সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীরা দিনরাত প্রচারণায় রয়েছেন মাঠে। যাচ্ছেন প্রত্যেক ভোটারের ঘরে, পাড়া-মহল্লায়। মিলিত হচ্ছেন নানামুখী উঠান বৈঠকসহ সামাজিক অনুষ্ঠানেও। প্রত্যেক ভোটারের কাছে তুলে ধরছেন নিজেদের যোগ্যতাসহ নানা প্রতিশ্রুতি। সব মিলে আর কয়েক দিন পরই ২৭ জানুয়ারি নির্বাচনী মাঠে জয়-পরাজয়ে হিসাব মেলাবেন স্ব স্ব ওয়ার্ডের প্রার্থীরা। তবে মাদকমুক্ত সমাজ গড়া, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠায় মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক তৈরি, প্রতিটি এলাকার স্বাস্থ্যসেবাসহ নানামুখী উন্নয়ন গতিশীল করতে এক হয়ে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করছেন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। তা ছাড়া এবার সাধারণ কাউন্সিলর প্রার্থীদের শুধু প্রতিশ্রুতি ও দলীয় প্রতীক নয়, তাদের যোগ্যতাও বিবেচনা করবেন বলে জানান একাধিক ভোটার। নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটিতে এবার মেয়রসহ ২৩৬ জন নির্বাচন করছেন। এখানে মেয়র ৭, সংরক্ষিত ১৪ ওয়ার্ডে ৫৭ ও ৪১ সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৭২ জন রয়েছেন। সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ আর পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন। ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল আবছার মিয়া বলেন, ‘শুরুতেই এ ওয়ার্ডকে সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। যুবসমাজের বিনোদন, সাংস্কৃতিক, ক্রীড়া ব্যবস্থাপনাকে উন্নয়ন করব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর