বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুই দিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

দুই দিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

টানা দুদিন বড় দরপতনের পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে। মূলত বীমা কোম্পানির ওপর ভর করে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার। লেনদেনের শুরুতেই একের পর এক বীমা কোম্পানির শেয়ার দাম বাড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে প্রায় সবকটি বীমা  কোম্পানির শেয়ারের দাম বিক্রেতাশূন্য হয়ে পড়ে। লেনদেনের শেষ পর্যন্ত এই অবস্থা অব্যাহত ছিল। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২০ পয়েন্টে উঠে এসেছে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৮১টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। কমেছে ১০৬টি ও ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকা। আগের দিন ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন হয়। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবির শেয়ার।  কোম্পানিটির ১৪৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার  লেনদেন হয়েছে ১৩১ কোটি ১৭ লাখ টাকার। ৭৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে থাকে সামিট পাওয়ার। এ ছাড়া ডিএসইতে শীর্ষ দশের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম, ন্যাশনাল ব্যাংক ও বিডি ফাইন্যান্স। অপরদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই  বেড়েছে ২৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৮৬ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে। কমেছে ৯০টি ও ৫৯টির দাম অপরিবর্তিত থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর