বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এবার অটো পাস চায় এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষা না নিয়ে প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসির ফলাফল মূল্যায়ন করে অটো পাসের দাবি জানিয়েছে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় তারা। অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। ফেব্রুয়ারির মধ্যে অটো পাসের সিদ্ধান্ত দেওয়ার দাবি জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ১৮ বছরের নিচে কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। এসএসসি পরীক্ষার্থীরা সবাই ১৮ বছরের নিচে। পরীক্ষার আগে করোনাভাইরাসে সংক্রমিত হলে পরীক্ষা দিতে পারবে না। জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাবে। তারা বলে, স্কুল কার্যক্রম প্রায় ১১ মাস বন্ধ ছিল। শিক্ষামন্ত্রী বলেছেন তিন মাস ক্লাস করিয়ে জুনে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা জুনে হলে আগস্ট চলে যাবে ফলাফল প্রকাশে। সেপ্টেম্বর ও অক্টোবর চলে যাবে কলেজে ভর্তি হতে। এতে সেশনজট সৃষ্টি হবে। বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থী রায়হান উৎস জানায়, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদন- পূর্ববর্তী সার্টিফিকেট পরীক্ষাগুলোকে আমলে নিয়ে আমাদের এসএসসিতে অটো পাস দেওয়া হোক।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর