বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

১৯ বছরেও চিহ্নিত হয়নি নেপথ্যের খলনায়ক

পল্টনে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক

আজ ২০ জানুয়ারি, রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকান্ডের ২০তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা চালায় প্রতিক্রিয়াশীল একটি চক্র। এই হামলায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা কমরেড হিমাংশু মন্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক নেতা কমরেড আবদুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা কমরেড আবুল হাসেম ও মাদারীপুরের কমরেড মোক্তার হোসেন ঘটনাস্থলেই এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা কমরেড বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ওই বছরের ২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বোমা হামলায় শতাধিক কমরেড আহত হন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে ২০ জানুয়ারির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, নানা টালবাহানার পর দীর্ঘ ১৯ বছর পর এ হত্যা মামলার রায় ঘোষণা করা হলেও এই হামলার পেছনের বিভিন্ন শক্তিকে চিহ্নিত করা হয়নি। শুধু আইনগতভাবে নয়, বোমা হামলার পেছনের অর্থনৈতিক-রাজনৈতিক-সামাজিক বিষয়গুলোও বিশ্লেষণ করা প্রয়োজন। রাজনৈতিক শক্তির উপযুক্ত শিক্ষা গ্রহণ করা জরুরি কর্তব্য। এ জন্য উচ্চপর্যায়ের ট্রুথ কমিশন গঠন করতে হবে। বিবৃতিতে নেতাদের এ হত্যাকান্ডের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর