বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রতিশ্রুতি নয়, প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে

-অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

প্রতিশ্রুতি নয়, প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগে দেখা যায় মেয়র প্রার্থীরা অহরহ নির্বাচনী প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর কোনোটারই বাস্তবায়ন করেন না। তাই জনগণ এখন প্রতিশ্রুতিকে বিশ্বাস করে না। জনগণ প্রতিশ্রুত নয়, বাস্তবে মেধাবী, প্রজ্ঞাবান এবং কর্মঠ একজন জনপ্রতিনিধির প্রত্যাশা করছেন। যিনি সমস্যা ও সংকট সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে নেতৃত্বগুণে তা দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণ করবেন। তার কাছে সবাই ন্যায়বিচার পাবেন।’ প্রখ্যাত এ সমাজ বিজ্ঞানীর মতে,  ‘চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহৎ নগরী হলেও পরিকল্পিত নগরায়ন হয়নি। মাস্টার প্ল্যান অনুযায়ী চট্টগ্রামের কোন উন্নয়ন কর্মকান্ড হয়নি। পাশ্ববতীর দেশ ভারতের অনেক শহরের সাথে একই সময়ে চট্টগ্রামের মাস্টার প্ল্যান হলেও এখানে মাস্টার প্ল্যান অনুযায়ী ১০ শতাংশ কাজ হয়নি। মাস্টার প্ল্যান অনুযায়ী যদি চার ভাগের এক ভাগ উন্নয়ন হতো তাহলে এ শহরের চেহেরাই পরিবর্তন হয়ে যেত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর