বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

গ্রাহক সেবায় নতুন ধাপে ওজোপাডিকো

দুর্ঘটনার পর সমস্যা চিহ্নিত করা যাবে কন্ট্রোল রুম থেকে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো দুর্ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি হলে সমস্যা চিহ্নিত (ফল্টের অবস্থান) করতে সময়ক্ষেপণ হয়। এতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। তবে এ অবস্থা পরিবর্তনে উদ্যোগ নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। দুর্ঘটনার পর সমস্যা চিহ্নিত করতে ত্রুটি গমন নির্দেশক (ফল্ট প্যাসেজ ইন্ডিকেটর) চালু করা হচ্ছে। এতে কন্ট্রোল রুমে বসেই মনিটরের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত ত্রুটি মেরামতের ব্যবস্থা নেওয়া যাবে। গতকাল এ বিষয়ে ওজোপাডিকো ও ম্যাকপাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়েছে। কর্মকর্তারা বলছেন, চুক্তির আওতায় খুলনাসহ ২১ জেলায় ৬০টি ৩৩ কেভি ফিডারে ২০৯ সেট ত্রুটি গমন নির্দেশক স্থাপন করা হবে। এতে ম্যানুয়াল পদ্ধতিতে সংঘটিত সমস্যা চিহ্নিত করার বদলে মনিটরের মাধ্যমে দ্রুত সমস্যা চিহ্নিত ও ব্যবস্থা নেওয়া যাবে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওজোপাডিকো ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে ৩৩ কেভি ফিডারের নিরাপত্তাব্যবস্থা, সিস্টেম প্রটেকশন আরও উন্নত হবে। ওজোপাডিকো নির্বাহী পরিচালক (প্রকৌশল) আবু হাসান এবং ম্যাকপাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মামুনুর রশীদ চুক্তিস্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, মোস্তাফিজুর রহমান, কোম্পানি সচিব আবদুল মোতালেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর