শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সালেহপুর সেতুর সংস্কার কাজ এখনো শুরু হয়নি

দেবে যাওয়া ও ফাটলের কারণ শনাক্তের চেষ্টা

নাজমুল হুদা, সাভার

ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর একটি লেনের গার্ডারে ফাটল দেখা দেওয়ার ৯ দিনেও সংস্কার কাজ শুরু করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সওজ কর্তৃপক্ষ বলছে, ইন্সপেকশন শেষ হলে আজ (শুক্রবার) সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।  ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী স্বপ্না বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ব্রিজের ইন্সপেকশন কাজ চলছে। পরীক্ষা-নিরীক্ষা করে ব্রিজের একই জায়গায় দেবে যাওয়ার কারণ ও ব্রিজে ফাটলের কারণ শনাক্তের চেষ্টা চলছে। গতকাল কয়েকটি ইন্সপেকশন শেষ হওয়ার কথা। শেষ হওয়ার পর শুক্রবার সিদ্ধান্ত জানানো হবে। সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, বুয়েট, ডেনমার্ক ও সওজ কর্তৃপক্ষের এক্সপার্ট সেতু পরিদর্শনে আসেন। পরে তারা সেতুর নিচের অংশে যেখানে গার্ডারে ফাটল দেখা দিয়েছে সেখানে বিশেষ লেজার লাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করেন। তিনি আরও বলেন, সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন মহাসড়ক নেটওয়ার্কের উন্নয়ন ও সম্প্রসারণ এবং রক্ষণাবেক্ষণের জন্য এই ব্রিজের মেরামত কাজের নিবিড় তদারকির জন্য ২৪টি মনিটরিং টিম কাজ করছে। সেতুতে ফাটল দেখা দেওয়ার পর পর এই ব্যস্ততম সড়কে দুর্ভোগ বাড়ে। একটি লেন দিয়ে যানবাহন পারাপার করায় মাঝে মধ্যেই সড়কে দীর্ঘ সারি দেখা দিচ্ছে। মূলত সকাল ও বিকালে সড়কটিতে যানবাহনের চাপ বাড়ে। সাভার হাইওয়ে থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন, গত কয়েকদিন ধরেই এক লাইনে গাড়ি চলছে। গত বুধবার দুপুর থেকে সালেহপুর সেতুতে যান চলাচল বন্ধ ঘোষণা করে ঢাকা সড়ক ও জনপথ বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর