শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আমি সবার আগে ভ্যাকসিন নেব

-অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমি সবার আগেই ভ্যাকসিন নেব। আমার তো ভ্যাকসিন দরকার। তিনি আরও বলেন, যেখান থেকে আগে আসে সেটাই নেব। সব তো একই ভ্যাকসিন। গতকাল অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয়- সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ের সময় তাঁর কাছে জানতে চাওয়া হয় আপনি করোনার ভ্যাকসিন নেবেন কি না- জবাবে মুস্তফা কামাল বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। আপনার হয়তো (সাংবাদিককে) লাগবে না। কারণ আপনার বয়স কম। আমি বয়স্ক, আমার লাগবে।’

সরকার যে ভ্যাকসিন আনছে সেটাই নেবেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একই কোম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।’

অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের অনেক কোম্পানি ভ্যাকসিন আমদানি করে মানবদেহে প্রয়োগের অনুমতি চেয়েছে, সেখানে অর্থ মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়, তারা দেখবেন। সব জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে পারলে মানুষের মনে স্বস্তি আসবে। এতে অর্থনৈতিক কর্মকান্ডও ভালো হবে। ভ্যাকসিনের দামের ব্যাপারে তিনি বলেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় জানে। এটা আমার বিষয় নয়। এ ছাড়া এসব নিয়ে আমি আগের সপ্তাহেও কথা বলেছি। এখন আর এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। কেননা আগে ভ্যাসকিন আসুক। তারপর সব বিষয় জেনে কথা বলব।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর