শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নদী উদ্ধারে গুঁড়িয়ে দেওয়া হলো পাঁচ তলা বিল্ডিং

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গার তীরভূমি পুনর্দখল ঠেকাতে বিশেষ অভিযানের চতুর্থ দিনে পাঁচ তলা বিল্ডিংসহ ১৭টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কামরাঙ্গীর চরের ঠোটার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নদীতীরবর্তী একটি পাঁচ তলা বিল্ডিং, একটি চার তলা বিল্ডিং, দুটি তিন তলা বিল্ডিং, একটি দোতলা বিল্ডিং, সাতটি আধাপাকা বিল্ডিং ও দোকানঘর এবং পাঁচটি টংঘর ভেঙে দেওয়া হয়। উদ্ধার করা হয় বুড়িগঙ্গার আধা একর তীরভূমি। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় সংস্থাটির ঢাকা নদী বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বুড়িগঙ্গার সীমানা পিলার থেকে কোথাও ২০ ফুট, কোথাও ৫০ ফুট ভিতরে থাকা সব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক (ঢাকা নদী বন্দর) গুলজার আলী বলেন, সিএস ও আরএস অনুযায়ী জরিপ করে অভিযান চালানো হচ্ছে। এ এলাকার পুরনো বেশ কিছু সীমানা পিলারের নকশায় ভুল রয়েছে। দখলদাররা সে সুযোগ নিয়ে নদীর তীরে স্থাপনা গড়ে তুলেছেন। উচ্ছেদ শেষে উদ্ধার করা জায়গায় স্থায়ী সীমানা পিলার বসানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর