শিরোনাম
শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুলনায় ২ লাখ করোনা টিকা সংরক্ষণের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় প্রায় ২ লাখ করোনাভাইরাস টিকা সংরক্ষণে ৩৩টি আইএলআর (হিমায়িত বাক্সের মধ্যে সংরক্ষণ) প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে মহানগরে ১৫ ও প্রতিটি উপজেলায় দুটি করে মোট ৩৩টি আইএলআরের প্রতিটিতে ৭ হাজার করে ভ্যাকসিন (টিকা) রাখা যাবে। তবে জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, প্রয়োজনে এর চেয়েও বেশিসংখ্যক টিকা আইএলআরে সংরক্ষণ করা যায়। আগে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় বিভিন্ন টিকা কার্যক্রম চালু থাকায় সেখানেই করোনা টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, প্রথম ধাপে খুলনায় ৯৭ হাজার ৩১টি করোনা ভ্যাকসিন আসবে। পরে প্রতি মাসে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, খুলনায় জেলা পর্যায়ে খুলনা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেওয়া হবে। টিকা প্রদান কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মাধ্যমে হাসপাতালভিত্তিক টিকার কার্যক্রম শুরু হবে। জানা যায়, অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় যারা থাকবে ও যাদের টিকা দেওয়া হবে এসব তথ্য স্থানীয়ভাবে অনলাইনে মাইক্রো প্ল্যানিং অ্যাপসে আপলোড করা হবে। এতে যে কেউ এ তথ্য জানতে পারবেন বলে সিভিল সার্জন নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর