শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রংপুরে জাপার রাজনীতিতে ফের আলোচনায় আসিফ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা গঙ্গাচড়া আসনের সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ জাপার রাজনীতিতে আবার আলোচনায় এসেছেন। গত বুধবার এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে জাতীয় যুব সংহতির বর্তমান মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মকবুল শাহরিয়ার আসিফকে আহ্বায়ক করেছেন। প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকা অবস্থায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দলের নির্দেশ অমান্য করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২০১৭ সালের ৮ ডিসেম্বর তাকে বহিষ্কার করেছিলেন পার্টির চেয়ারম্যান। আসিফ এরশাদের ভাইয়ের ছেলে হলেও মনোনয়ন না পাওয়ায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এইচ এম এরশাদ মারা গেলে রংপুর-৩ (সদর ও সিটি) আসনটি শূন্য হয়। এই আসনে উপনির্বাচনে ভাই সাদ এরশাদের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র পদেও ভোটযুদ্ধে হেরে যান আসিফ। দুই বছর সাত মাস পর জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয় গত বছরের ১৮ জুলাই। সর্বশেষ তাকে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক করায় তিনি ফের আলোচনায় আসেন।

জানা গেছে, আগামী সিটি কিংবা সংসদ নির্বাচনে আসিফ একটা ফ্যাক্টর হতে পারেন। কারণ জাপার দখলে থাকা সিটি করপোরেশন ও সংসদীয় একটি আসনে হেভিওয়েট দুই নেতা রয়েছেন। ওই দুই নেতার একজনকে ধরাশায়ী করতে আসিফকে ব্যবহার করা হতে পারে। তবে আসিফের প্রত্যাবর্তন ও আগামী নির্বাচনে আসিফের ভূমিকা কী থাকবে এ নিয়ে জাপার কোনো নেতাই মুখ খুলছেন না।

আসিফ বলেন, আমাকে মূল্যায়ন করে দলে ফিরিয়ে আনা হয়েছে। জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে আমি কাজ করে যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর