শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করাই বিএনপির স্বভাব

-মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন শতভাগ স্বচ্ছতার জন্য ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া চালু করেছেন। এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। তবুও ভোটে  হেরে কারচুপির দোহাই দিয়ে ভোট বর্জন করাই বিএনপির স্বভাবে পরিণত হয়েছে। গতকাল মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের কর্মিসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি মাদারগঞ্জ পৌরসভা নির্বাচন। এই প্রথম এ-উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। তাই পৌর মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের একক প্রার্থী হিসেবে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার জন্য সবার সুদৃষ্টি কামনা করেন। এর সঙ্গে বাড়ি-বাড়ি গিয়ে বিনয়ের সঙ্গে ভোটারদের কাছে ভোট চাইতে বলেন। মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবী লুলু সরকারের সঞ্চালনায় ও সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আলামিন চান, সানোয়ার হোসেন সানু, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সহ-সভাপতি অরুণ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, সাংগঠনিক সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু, জাহিদুর রহমান উজ্জ্বল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর