রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনার মধ্যেও চলছে চাঁদাবাজির মহোৎসব

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারী করোনায় লন্ডভন্ড জীবন জীবিকার মধ্যেও চাঁদাবাজির মহোৎসব চলছে। করোনায় সর্বত্র হারিয়ে যখন হকাররা ধার-দেনা করে পুনরায় ব্যবসা শুরু করেছেন, তখনই চাঁদাবাজরা হকারদের ওপর শুকুনের মতো ঝাঁপিয়ে পড়েছে। রাজধানীতে বেচাকেনা হোক বা না হোক প্রতি দোকান থকে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।  চাঁদা দিতে না পারলে হকারদের ওপর সন্ত্রাসী কায়দায় জুলুম নির্যাতন করা হচ্ছে। হকাররা করোনার  চেয়েও  ভয়ে আছে চাঁদাবাজদের। ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন হকারস শ্রমিক আন্দোলনের রূপনগর থানার হকারস সম্মেলনে গতকাল এই অভিযোগ করেছেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করেন আকতারুজ্জামান ও পরিচালনা করেন বেলাল হোসেন। বক্তব্য দেন হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়া, মাওলানা গোলাম কিবরিয়া, মুহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ ইসহাক মিয়া, হারুন অর রশিদ, মুহাম্মদ আনসার মল্লিক, মুহাম্মদ আব্বাস আলী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর