রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা, সম্মাননা প্রদান, প্রবন্ধ পাঠ ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪৪তম বার্ষিকী উদযাপন করেছে নাটকের দল পদাতিক নাট্য সংসদ। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন। দলের নিয়মিত প্রযোজনার একক নাটক ‘গহনযাত্রা’র ৫০তম মঞ্চায়নের মধ্য দিয়েই শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আয়োজক নাট্যদলের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন তানু এতে সভাপতিত্ব  করেন। অনুষ্ঠানে ‘ম্যাকবেথ’ ও ‘গহনযাত্রা’ নাটক দুটি মঞ্চায়নের নেপথ্যের কারিগরদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক (মরণোত্তর), ওয়াহিদা মল্লিক জলি, নাট্যনিদের্শক সুদীপ চক্রবর্তী, ড. রুবাইয়াৎ আহমেদ, সায়েম রানা, চারুশিল্পী এ বি ম তৈমুর হান্নান, সঞ্জীব কুমার দে, আতিকুল ইসলাম জয়, শিশির রহমান। এ ছাড়া ম্যাকবেথ নাটকের ৫০টি মঞ্চায়নে অংশগ্রহণ করায় দলটির নাট্যকর্মী-সৈয়দা শামছি আরা শায়েকা, মশিউর রহমান, শাখাওয়াত হোসেন শিমুল, ইকরামুল ইসলাম, সালমান শুভ ও তন্ময় বিশ্বাসকেও সম্মাননা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর