সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বরিশাল মহানগর বিএনপির কমিটি নিয়ে ফের আলোচনা

দলের কাণ্ডারি হতে চান নিষ্ক্রিয়রাও

রাহাত খান, বরিশাল

বরিশাল মহানগর বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন পিছিয়ে যাচ্ছে। পাঁচ বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা থাকলেও কবে কোন প্রক্রিয়ায় হবে তা স্পষ্ট নয়। এ ছাড়া নতুন কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব কে হবেন তা নিয়েও চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে একটি পদ ছেড়ে দিতে হতে পারে। এ ক্ষেত্রে নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দুর্নীতি মামলায় সাত বছরের দন্ডপ্রাপ্ত হয়ে কারান্তরীণ সাবেক মেয়র আহসান হাবিব কামাল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল এবং মেয়াদোত্তীর্ণ কমিটির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের নাম জোরেসোরে আলোচিত হচ্ছে। তবে মনিরুজ্জামান ফারুকের দাবি, বরিশালে মজিবর রহমান সরোয়ারের বিকল্প নেই। জনবিচ্ছিন্ন কিছু নেতা যাদের কোনো কর্মী নেই তারা কেন্দ্রে গিয়ে সরোয়ারের বিরুদ্ধাচরণ করছেন। তিনি সরোয়ারকেই নতুন কমিটির আহ্বায়ক দেখতে চান। যদি কোনো কারণে তাকে (সরোয়ার) সরিয়ে দেওয়া হয় সে ক্ষেত্রে সিনিয়র সহসভাপতি হিসেবে আহ্বায়ক পদের দাবিদার তিনি। আহ্বায়কের আলোচনায় থাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, ৪২ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতি করতে গিয়ে ধন-দৌলত বয়স সব হারিয়েছি। দল থেকে কিছুই পাইনি। এবার দল তার ত্যাগের মূল্যায়ন করবে বলে আশা করেন তিনি। আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে সর্বাধিক আলোচনায় রয়েছেন গত ১২ বছরে সরকারবিরোধী আন্দোলনের কারণে ৫২ মামলার আসামি বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া। এ ছাড়া গত ১ যুগ ধরে দলের আন্দোলন-সংগ্রাম এড়িয়ে চলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, মহানগর বিএনপির সহসভাপতি আক্তার হোসেন মেবুল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমও আছেন সম্ভাব্য সদস্য সচিবের আলোচনায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর