মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশে রাজস্ব ঘাটতি ছাড়াল ৩০ হাজার কোটি টাকা

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি ৩০ হাজার ৭৯১ কোটি টাকা হওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যদিও এ সময়ে রাজস্বের টার্গেট ছিল ১ লাখ ৪১ হাজার ২২৫ কোটি টাকা। তবে করোনাভাইরাসের ভ্যাকসিন চলে আসায় চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেক দূর অগ্রসর হওয়া সম্ভব। গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস, ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আয়কর, কাস্টমস ও ভ্যাট এ তিন বিভাগ করোনার মধ্যেও অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমে এ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। গত অর্থবছরে স্বাভাবিক পরিবেশ ছিল। কিন্তু এবার পরিবেশটাই ভিন্ন। তবে করোনা ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিন দেওয়াও শুরু হবে। আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব এবং আমাদের যে টার্গেট তা অর্জনে সক্ষম হব। কাস্টমস দিবস আজ : বিশ্ব শুল্ক সংস্থার (ডব্লিওসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে আজ একযোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস, ২০২১। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ বছর বৈশ্বিক মহামারীর কারণে আন্তর্জাতিক কাস্টমস দিবস কিছুটা স্বল্পপরিসরে পালিত হবে। সে কারণে এবারের র‌্যালি আয়োজনটি স্থগিত করা হয়েছে। তবে দিবসটি উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে, এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফরমে উপস্থিত থাকবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর