মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাষ্ট্রপক্ষের চূড়ান্ত শুনানি উপস্থাপন ১ ফেব্রুয়ারি

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ  হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১০ জঙ্গির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. নাসির উদ্দিন ও মোহাম্মদ আহসান। পরে ড. মো. বশির উল্লাহ জানান, আগামী ১ ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক ও বিভিন্ন মামলার নজির হাই কোর্টে লিখিতভাবে দাখিল করা হবে। একই দিন মামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। ২০১৭ সালের ২০ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম ১০ জঙ্গির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেন। আদালত গুলি করে প্রত্যেকের মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেয়। এ ছাড়াও চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। পরে এ মামলার রায়সহ সব নথি ২০১৭ সালের ২৪ আগস্ট হাই কোর্টে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি চায়ের দোকানের পেছনে এ বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় তৎকালীন কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন একটি মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর