মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দিনেও দরপতন শেয়ারবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার শেয়ারবাজারে। তবে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো। জানা গেছে, লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ২৩ পয়েন্ট বাড়ে। তবে ঘণ্টাখানেকের মধ্যে ঋণাত্মক হয়ে পড়ে; যা দিন শেষে আগের দিনের চেয়ে ২৫ কমে ৫৭৮৯ পয়েন্টে নেমেছে। লেনদেন শেষে ডিএসইতে ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ে। কমে ২০২টি ও ৮১টির দাম অপরিবর্তিত থাকে। লেনদেন হয়েছে ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকা। আগের দিন হয়েছিল ১ হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৩৩০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ার দর ২০ পয়সা বেড়ে দিন শেষে ৮৯.১০ টাকায় দাঁড়ায়। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ১৫২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ ছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, লংকাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং পাওয়ার গ্রিড। অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫২ কোটি ৪৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে।

কমেছে ১৪৬টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর