মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পুরান ঢাকায় নকল তার কারখানাকে ২২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে ২২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

গতকাল র‌্যাব-১০ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাতে ওয়ারীতে অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে মোট ২২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় একজনকে ছয় মাসের কারাদ ও দেওয়া হয়েছে। অভিযানে প্রায় ৫২ লাখ টাকার নকল বৈদ্যুতিক তার, ৫৫০ পিস ভালভ ও ১২১ পিস বয়লার জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর