বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
চট্টগ্রাম সিটি নির্বাচন আজ

দুই মেয়র প্রার্থী কোথায় ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বাবা মায়ের কবর জেয়ারত এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন মা শায়েস্তা খানমকে সালামের পর ভোট কেন্দ্রে যাবেন। হেভিওয়েট এ দুই প্রার্থী আজ ভোটাধিকার প্রয়োগের পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। ভোটের দিনের পরিকল্পনা নিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ভোটের দিন সকালে মাকে সালাম করে দিনের কার্যক্রম শুরু করব। এরপর ভোটের সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেব। এরমধ্যে নগরীর চকবাজার এলাকার বিএড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করব। ওই কেন্দ্রে কিছু সময় অতিবাহিত করার পর অন্যান্য কেন্দ্র পরিদর্শন করব। মূলত ভোটের দিন পুরোটাই নির্বাচনী কার্যক্রম মনিটরিং করব।’

 মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর ঘনিষ্ঠজন ও সাবেক ছাত্রনেতা মো. ইলিয়াছ উদ্দিন বলেন, বাবা-মা’র কবর জেয়ারতের পর এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন রেজাউল করিম। কেন্দ্রে কিছু সময় অতিবাহিত করার পর নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনে মেয়র পদে প্রধান দুই দলসহ ৭ প্রার্থী অংশগ্রহণ করছেন। আজ ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে মেয়র পদে সবকটিতে এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭৩৫টি ভোট কেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর