বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ওয়ার্ডে ওয়ার্ডে উত্তেজনা কাউন্সিলর প্রার্থী নিয়ে

ঘটেছে সংঘর্ষ চলেছে বাসায় গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে নানা হিসাব-নিকাশ করছেন ভোটাররা। ওয়ার্ডে ওয়ার্ডে ভোট নিয়ে উৎসব, শঙ্কা ও উত্তেজনাও রয়েছে। ভোটের আগে দুই ওয়ার্ডে খুন, ২০-২৫ ওয়ার্ডে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এক কাউন্সিলর প্রার্থীর বাসায় গুলি ছোড়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ওয়ার্ড ৪১টি। প্রতিটি ওয়ার্ডেই রাজনৈতিক, সামাজিক এবং উন্নয়ন কর্মকান্ডপরিচালিত হয় কাউন্সিলরকে ঘিরেই। মেয়র পদটি গুরুত্বপূর্ণ হলেও তৃণমূলের ওয়ার্ড পর্যায়ে নানা কারণ ও সমীকরণে সামগ্রিক ক্ষেত্রে কাউন্সিলরের ভূমিকাই মুখ্য। তাই ভোটারদের দৃষ্টি থাকে কাউন্সিলর পদের দিকে। কিন্তু চসিক নির্বাচনে এমন গুরুত্বপূর্ণ পদটিতে রাজনৈতিক দলের সমর্থিত একাধিক প্রার্থী নির্বাচন করছেন। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে দলের সমর্থিত প্রার্থীর পাশাপাশি ‘বিদ্রোহী’ হিসেবে পরিচিতরাও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তাই নির্বাচনে ওয়ার্ডে ওয়ার্ডে বিরাজ করছে উত্তেজনা। তবে এসব ওয়ার্ডে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি।  জানা যায়, এবারের নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ওয়ার্ডের ৩৫টিতেই আছেন বিদ্রোহীসহ একাধিক প্রার্থী। ফলে বাড়ছে উত্তেজনা ও শঙ্কা। একটি ওয়ার্ডে দুজন থেকে শুরু করে সর্বোচ্চ ১০ জন পর্যন্ত কাউন্সিলর প্রার্থী আছেন। একইভাবে সংরক্ষিত আসনেও দুজন থেকে সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত প্রার্থী আছেন। দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের ১২ জন বর্তমান কাউন্সিলরসহ ২৫টি ওয়ার্ডে প্রায় অর্ধশতাধিক বিদ্রোহী হিসেবে কাউন্সিলর প্রার্থী আছেন।

কিন্তু ইতিমধ্যে নির্বাচনী প্রচারণাকালে খুন, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, প্রার্থীদের পক্ষে-বিপক্ষে পোস্টার-ব্যানার ছেঁড়া, হামলা, মামলাসহ একাধিক ঘটনা ঘটে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা হয়েছে অভিযোগের পাহাড়। তাই ওয়ার্ডে ওয়ার্ডে উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছে। তবে রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চসিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত মনিটরিং করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর