বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অর্থনৈতিক খাত পিতা-মাতার অবাধ্য সন্তানের মতো

-পীর ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক খাত পিতা-মাতার অবাধ্য সন্তানের মতো

জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান দেশের অর্থনৈতিক খাতের অব্যবস্থাপনার সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী অনেক কাজ করছেন। কিন্তু আমাদের অর্থনৈতিক খাত পিতা-মাতার বখে যাওয়া সন্তানের মতো। অবাধ্য সন্তানের মতো। তাকে সোজা পথে আনা যাচ্ছে না। তিনি বলেন, হাই কোর্টও বলছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ঠগবাজ-প্রতারকদের আশ্রয় দিচ্ছেন। এক মামলার পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ এসেছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গতকাল তিনি এসব কথা বলেন। পিপলস লিজিং কোম্পানিতে বিনিয়োগকারীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে মন্তব্য করে পীর ফজলুর রহমান বলেন, ‘বিদেশে টাকা পাচার হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সরকারি কর্মকর্তারা বিদেশে টাকা পাচার করছেন। এটা দেখা দরকার। ভাগ্যবান পি কে হালদারের ১৫ বান্ধবী। ৮৬৭ কোটি টাকা বান্ধবীদের অ্যাকাউন্টে। আর তিনি সাড়ে ৩ হাজার কোটি টাকা নিয়ে পলাতক। অথচ এই পিপলস লিজিংয়ে মানুষ টাকা রেখেছিলেন নিরাপত্তা ও সুখের আশায়।’ পীর ফজলুর রহমান আরও বলেন, ‘আমার এক বন্ধু বলেছেন, তিনি সর্বহারা। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার টাকা নেই। কিন্তু পি কে হালদারের বান্ধবীরা সুখে আছেন। ফলে শুধু পি কে হালদার নয়, তার পেছনে যারা আছেন তাদেরও ধরতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর